হার দিয়ে শুরু টাইগারদের নিউজিল্যান্ড সফর
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডে বাংলাদেশের ইতিহাসটা মোটেও সুখকর নয়। আগের সফরে তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এবার সেই ইতিহাস বদলানোর আকাঙ্ক্ষা নিয়েই তাসমান সাগর পাড়ের দেশটিতে গিয়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু শুরুটা আশাপ্রদ হয়নি।
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন মার্টিন গাপটিল।
বুধবার প্রথমে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর দিয়ে ৪৮.৫ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ২৩২ রান করতে পারে বাংলাদেশ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে মোহাম্মদ সাইফউদ্দীনের ব্যাট থেকে। এই অল রাউন্ডার করেছেন ৪১ রান। এছাড়া সৌম্য সরকার ৩০ ও মেহেদী হাসান মিরাজ ২৬ রান করেন।
বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজ জয়ই তুলে নেয় স্বাগতিকরা। দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস মিলে গড়েন ১০৩ রানের জুটি। নিকোলসকে বোল্ড করে অবশ্য সেই জুটি ভাঙেন মিরাজ। ততক্ষণে অবশ্য হাফ সেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন এই ওপেনার। ৮০ বল খেলে করেছেন ৫৩ রান।
তিন নম্বরে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে (১১) এলবিডাব্লুর ফাঁদে ফেলে দ্রুতই সাজঘরে ফেরান মাহমুদউল্লাহ। কিন্তু অন্য ওপেনার গাপটিল যেন পণ করেছেন জয় নিয়েই মাঠ ছাড়বেন। করেছেনও তাই। ৪৪.৩ ওভার পর্যন্ত খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৪টি ছক্কা ও ৮টি চারে সাজিয়ে ১১৬ বলে অপরাজিত ছিলেন তিনি ১১৭ রানে। আর অন্যপ্রান্তে ৪৫ রান নিয়ে অপরাজিত ছিলেন রস টেইলর।
নিউজওযান২৪/আ.রাফি
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল